>> সত্যিকারের ভালোবাসা নিয়ে অসাধারণ কিছু কথা।
Story By :- Ezaz Ahmed
...................
আচ্ছা কয়জন ছেলে বুকে হাত রেখে বলতে পারবে, আজ তার Girlfriend ধর্ষণের এর শিকার হলেও,সে তার Girlfriend কে বিয়ে করতে রাজি?
কয় জন মেয়ে বুকে হাত রেখে বলতে পারবে, তার Boyfriend আজ সড়ক দুর্ঘটনায় একটা হাত বা একটা পা হারালেও,তাকে বিয়ে করতে রাজি.?
আপনি যদি এই দুটি প্রশ্নের উত্তর দিতে পারেন, তবে প্রেম এবং সম্পর্কের মধ্যে পার্থক্য বেরিয়ে আসে।
খারাপ কিছু ঘটে গেলে সে মানুষটা কে নিয়ে যদি আপনার লড়াই করে টিকে থাকার মানসিকতা না থাকে,তবে তা আপনার ভালোবাসা নয়।
সেটা শুধুই রিলেশন মাত্র।
রিলেশন হচ্ছে ১০ জন কে দেখে আপনি একজনকে বেঁচে নিয়েছেন। তার গ্রহণ যোগ্যতা বিবেচনা করে। আর যখন দুর্ভাগ্যবশত তার গ্রহনযোগ্যতা কমে গেলো, তখন আপনিও হারিয়ে গেলেন।
ভালোবাসায় গ্রহণযোগ্যতা আর অগ্রহণযোগ্যতা কিছু যায় আসে না।
ছেলেটি এখনো বেকার, এদিকে মেয়েটির বিয়ের সন্ধান আসছে,মেয়েটি বার বার বিয়ে ভেঙ্গে দিচ্ছে।রাত জেগে চিন্তার চোখে কালশিটে দাগ হয়ে,মেয়েটি এখন রাত জাগা ক্লাউন।
এটাই ভালোবাসা...💕
বারবার সুন্দরী মেয়েদের প্রস্তাব পিরিয়ে দেওয়া ছেলেটি তার কালো বেঁটে প্রেমিকার মাঝেই সুখ খুজে পায়।
এটাই ভালোবাসা...💕
স্বামীর ৫ বছরের জেল হয়েছে, প্রতিদিন সাক্ষাৎ করতে দিবেনা জেনেও, স্ত্রী জেলগেটে বসে থাকে।
এটাই ভালোবাসা...💕
শেষ কথা, রিলেশনে জড়ানো অনেক সস্তা ব্যাবহার, আজ রিলেশন কাল রিলেশনশিপ স্টাটাস দেওয়া, পরশু ঘুরতে যাওয়া, যুগল ছবি আপলোড দিয়ে রোমান্টিক ক্যাপশন দেওয়া, কথায় কথায় I Love YOU বলা, এগুলো সবাই পারে কিন্তু ভালোবাসতে সবাই পারে না।
যেখানে ভালোবাসা আছে সেখানে নিজের কাছে একটা Honest Commitment আছে।আর তা হলো যাই হোক না কেনো, মানুষটাকে নিয়ে লড়াই করে অন্তত শেষ টুকু দেখা।
তাই আমি আপনাদের কে বলবো, নিজের ভালোবাসার মানুষটাকে, মন থেকে ভালোবাসুন।ভালো থাকুন সবাই আপনাদের ভালোবাসার মানুষটিকে নিয়ে...💝
নিজের ভালোবাসার মানুষটিকে বুঝতে চেষ্টা করুন, দেখবেন আপনার সম্পর্কটা আরো বেশি মজবুত হয়ে গেছে।
ধন্যবাদ... 💘
পোস্টটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে আপনার প্রিয় মানুষগুলোর কাছে শেয়ার করে দিন,,,
2 Comments
অনেক ভালো লাগছে
ReplyDeleteso lovely
ReplyDelete