৬ ষ্ঠ শ্রেণি বাংলা ৬ ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমধান - বিষয় ভাষা ও বাংলা ভাষা, বিরাম চিহ্ন। Class 6 Six week assignment solution (Class 6)

৬ ষ্ঠ শ্রেণি (Class 6) বাংলা ৬ ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমধান.

৬ ষ্ঠ শ্রেণি বাংলা ৬ ষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমধান



উত্তর:-

নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে তা চলিত রীতিতে লিখা হলো:-

সকালবেলায় আমার নবেলের সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি এসে আরম্ভ করে দিল,"বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কৌয়া বলেছে, সে কিছু জানে না,না?"
সে আমার লেখার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চস্বরে আগডুম-বাগডুম খেলতে আরম্ভ করে দিল।আমার ঘর পথের ধারে। হঠাৎ মিনি আগডুম-বাগডুম খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো,"কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা "।


Post a Comment

0 Comments