How to earn money by personal website | কিভাবে website থেকে আয় করে।

How to earn money by personal website | 

কিভাবে website থেকে আয় করে।

আসসালামু আলাইকুম।

সবাই কেমন আছেন। আশা করি ভালো আছে।


gaintech24,How to earn money by personal website , কিভাবে website থেকে আয় করে।

কার না ইচ্ছে করে ঘরে বসে টাকা ইনকাম করতে। তা যদি হয় নিজের একটি website থেকে প্রতিমাসে কমপক্ষে ১০০ ডলার আয় করা একদম ঘরে বসে, তাহলে কেমন হয়।এমনকি একদম ফ্রী তে কোনো প্রকার পুঁজি ছাড়া।
হে আপনি ঠিক শুনেছেন,কিন্তু এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি তো website বানাতে পারি না, আর তাছাড়া একটি website make করতে তো অনেক টাকা খরছ হবে।
হে আসলে তা, কিন্তু আজ আমি আপনারদের দেখিয়ে দিবো কিভাবে কোনোপ্রকার Hosting অথবা কোন প্রকার webdesigner ছাড়া শুধু মাত্র আপনার ইন্টারনেট খরছ দিয়ে একটি website নিজেই তৈরি করে নিবেন, এমনকি সাথে Free ssl ও থাকবে।
তো চলুন কথা না বাড়িয়ে কাজের বিষয় গুলু আলোচনা করি।



ওয়েবসাইট খুলে কিভাবে টাকা আয় করা যায়


gaintech24,How to earn money by personal website , কিভাবে website থেকে আয় করে।

>>একটি Free website make করতে আপনার যা যা লাগবেঃ-

1. একটি Gmail Account.
2.মোবাইল অথবা কম্পিউটার(ডেক্সটপ বা লেপটপ) যার মধ্যামে ইন্টারনেট ব্যবহার করা যাবে এবং যেকোনো একটি Browser ব্যবহার করা যাবে।
(Who is the best web Browser)
3.Internet Connection(wifi or Mobile Data)
4. Creativity / সৃজনশীলতা।
5. টাইপিং দক্ষতা থাকতে হবে।



Minions, Talking, Smile, Conversation, Happy

>> এই ৫ টি বিষয় যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পরবর্তী ধাপে যেতে পারেন।
আমরা জানি একটি website তৈরি করতে হলে প্রথম প্রয়োজন একটি Domain Name, অর্থাৎ একটি নাম, আর নাম আপনার উপর এবং আপনার website টি কোন বিষয় নিয়ে তার উপর নির্ভর করে পছন্দ করবেন।
এরপর যেটি লাগবে তাহলে Hosting/হোস্টিং। এটি হচ্ছে একটি website এর জায়গা, যেখান থেকে এটি রান করবে।আর আমার তো আগেই বলেছি ফ্রী তাই আমরা Google এর 15 GB Free Hosting ব্যবহার করবো, সাথে Free ssl তো আছেই।
>>Domain এবং Hosting এর সমস্যা তো সমাধান হলো,এবার হচ্ছে website design অার web Development এর কাজ।
তো আপনি তো জানেন না কিভাবে website design বা web development করতে হয়, না জানেন কোডিং।
তো আপনারা জন্য এই সমস্যা সমাধানও আছে, চলুন দেখে নি কিভাবে।

Web Design, Domain, Web, The Community Manager, Point,gaintech24


প্রথমে আপনি আপনার পছন্দ মত নাম নেওয়ার পর চলে যান blogger.com এ।
এখানে গিয়ে একাউন্ট এ লগইন করুন, একদম সহজ, এটি অটোমেটিক আপনার Gmail এর সাথে কানেক্ট হয়ে যাবে।
এরপর New site এ ক্লিক করুন, আর আপনার নাম দিন, সাথে সাথে Blogger এর সাব ডোমেইন নিয়ে আপনার website টি খুলে যাবে।
আর গুগুল আপনাকে 15 GB Free Hosting Lifetime এর জন্য দিয়ে দিবে।
>>এরপর Google মামার কাছে সার্চ দিন Free blogger template.
আর দেখবেন বিভিন্ন website আপনার সামনে আসছে, সেইগুলো থেকে একটু গবেষণা করে দেখেনিন কোন blogger template আপনার জন্য অর্থাৎ আপনার website related সেই Blogger Template Download করে নিন।

Image result for blogger


এরপর gif file টি extract করে নিন, আর blogger template এর xml ফাইলটি আপনার তৈরি website টির থিম সেটিং এ গিয়ে blogger template Upload করুন। ব্যাস কাজ শেষ, এইবার আপনার মনের মত blogger template টি কাস্টমাইজেশন করুন।


Reed More...


>>এবার কপিরাইট ফ্রী পোষ্ট করুন আপনার website এ। আর একটি top label domain কিনে নিন, ৯৯ টাকায় পাওয়া যায় ১ বছরের জন্য। মোটামুটি দেড় মাস হয়ে গেলে Google Adsense এর জন্য এপ্লাই করুন, আর দেখবেন আল্লাহর রহমতে এই এপ্রোভ হয়ে যাবে, বেশ এবার আয় করতে থাকুন।
বিঃদ্রঃ- আপনাদের কে শুধু মাত্র কিছুটা ধারণা দেওয়ার জন্য এই পোষ্ট, ব্যাবহারিক কাজ দেখে শিখতে YouTube এ খুঁজে দেখুন আশাকরি সবকিছুই পেয়ে যাবেন।



Thank You,gaintech24,Thanks, Greeting, Card, Message, Purple, blogger template


>>আর হে একটা কথা মনে রাখবে টাকা রোজগার করা এত সহজ নয়,আপনার কঠোর পরিশ্রম, বুদ্ধি আর সময় সঠিকভাবে কাজে লাগান দেখবেন একদিন না একদিন সফল হবেন।
ইনশাআল্লাহ... 💝💝💝
নিত্যনতুন টেকনোলজি রিলেটেড ট্রিকস এবং টিপস পেতে আমাদের সাথেই থাকুন।
পোস্ট টি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে, আমার website এ, ভালো লাগলে গুরে আসতে পারেন Gaintech24.xyz
ধন্যবাদ।

Post a Comment

0 Comments