গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কাজের জন্যে কেমন কম্পিউটার প্রয়োজন । What kind of computer is required for graphic design ?

গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কাজের জন্যে কেমন কম্পিউটার প্রয়োজন ।

গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কাজের জন্যে কেমন কম্পিউটার প্রয়োজন
গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কাজের জন্যে কেমন কম্পিউটার প্রয়োজন.

ফ্রিল্যান্সিং ও গ্রাফিক্স ডিজাইন এর জন্য কেমন কম্পিউটার প্রয়োজন।

আপনি কি গ্রাফিক্স ডিজাইন শিখছেন অথবা বর্তমানে কোনো প্রতিষ্ঠান এ গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন।
আপনি কি একজন ফ্রিলান্সার? নাকি ভাবতেছেন ফ্রিলান্স করার জন্য কোন বিষয়টি শিখবেন।

বর্তমান সময়ে অনেকে এই পেশায় নিয়োজিত হচ্ছে, আবার অনেকে বিভিন্ন বিষয়ের উপর ৬ মাস অথবা ১ বছর মেয়াদের প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ার চিন্তা করতেছে।
তবে যাই করুন না কেনো, এই ফ্রিল্যান্সিং জগতে আসতে আপনার সর্ব প্রথম যেই হাতিয়ার টি প্রয়োজন তাহলো একটি ভালো কনফিগারেশন এর কম্পিউটার, সেটি ডেক্সটপ অথবা লেপটপ যাই হোক না কেনো।
তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো একজন পেশাদার ফ্রিলান্সার হিসেবে আপনি ডেক্সটপ কিনবেন। কারণ এর বিভিন্ন দরনের সুবিধা রয়েছে, তবে হে এর একটি অসুবিধা হলো - আপনি য়খন তখন যেখানে সেখানে বহন করতে পারবেন না।
ডেক্সটপ এর সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি যে বাজেটে লেপটপ কিনতে চাচ্ছেন, সে বাজেটে আর ভালো ডেক্সটপ পাবেন। আর আপনার যখন ইচ্ছে তখন, যেকোনো যন্ত্রাঅংশ পরিবর্তন করতে পারবেন। এছাড়াও ভিবিন্নমূখি সুবিদা রয়েছে।
তো অনেক কথা বলে পেলেছি, চলুন আর কথা না বাড়িয়ে আমাদের জন্য সেরা বাজেটের ডেক্সটপ টির কনফিগারেশন দেখে নি।
1.Casing- BDT  2,500
2.CPU-INTEL CORE I5-8400 8TH GENERATION Processor-17,000৳/
স্বাধারনত আমরা Intel বা AMD প্রসেসর ব্যাবহার করি। এর মধ্যে Intel ভাল,

3.Ram 8GB- Corsair Vengeance LPX 8Gb DDR4 ram 2400MHz-5000 tk/
আপনি আপনার মাদারবোর্ড এর সাথে সামনজস্ব রেখে একটি র‌্যাম নিবেন।

4.Hard disc - TOSHIBA 1TB SATA HARD DISK - 3400 tk /
আপনার প্রয়োজন মতো 500 GB বা  1TB Hard disk নিতে পারেন

5.SSD Dise -240GB-3500 tk

6.dvd writer 2000 tk

7.keyboard A4tech -400 tk/
লংটাইম ব্যাবহারের জন্য A4 Tech কিবোর্ড মাউস ভাল হবে।

8.Motherboard - Gigabyte B360 Aorus Gaming3-8th gen -9000 tk/
মাদারবোর্ডকে বলা যায় কম্পিউটার এর ভিত্তি।

9.Monitor - Asus vz2229 HE Eye Care Full Hd ips 21.5 - 11,000৳/

HP V214b 20.7-inch Monitor .Price:- 6700 tk.

আপনার ইচ্ছা অনুযায়ী যেকোন মাপের (22″ 24”)মনিটর আপনি নিতে পারেন। তবে একটু বড় মনিটর এ কাজ করে মজা পাওয়া যায়।

Computer, Laptop, Work Place, Mouse, Office, Internet
গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কাজের জন্যে কেমন কম্পিউটার প্রয়োজন

10.Power Supply-2900 tk

11.UPS-Max Green 650VW UPS -2500tk

==57,300 BDT
--------
Also Read Some Post:- 
1. How to earn money by personal website.
2. Robi Free Internet Offer
3. How to Get freelancing work 

বিঃদ্রঃ এইখানে যেই দামগুলো আছে তা ২০১৯ সালের হিসেবে দেওয়া হয়েছে, বর্তমানে এর মূল্য আরো কম হবে, আমি এখন থেকে নামগুলো কপি করে গুগলের সহায়তা নিয়ে বর্তমান মূল্য দেখতে পারেন।

Children, Win, Success, Video Game, Play, Happy


এখানে কোনো প্রকার পণ্যকে প্রমোট করা হয় নি, এখানে যা আছে তা আমার একান্ত নিজস্ব গবেষণা থেকে নওয়া।সুতরাং আপনি যদি আরো ভালো কিছু পেয়ে থাকেন তাহলে সেটিই আপনার জন্য ভালো হবে।

শুভকামনা রইল সকালে জন্য।

আশা করি পোস্ট টি ভালো লাগছে,আপনার মতামত কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ।

এই পোষ্ট টি সর্বপ্রথম প্রকাশিত হয়েছে আমার Website এ, আপনার যদি ইচ্ছে হয় তাহলে গুরে আসতে পারেন Gaintech24.xyz এই ঠিকানায়।

Post a Comment

1 Comments

  1. গ্রাফিক ডিজাইন এবং ফ্রিল্যান্সিং কাজের জন্যে কেমন কম্পিউটার প্রয়োজন । What kind of computer is required for graphic design ?

    ReplyDelete