Special day/স্পেশাল দিন।

Story Created by Ezaz Ahmed

কলিংবেলের শব্দ...

পাগলীঃ- খোলা হবে না দরজা আজকে, সারাদিন যেখানে ছিলে সেখানেই গিয়ে থাকো।কতবার বলেছি আজকে একটু তাড়াতাড়ি আসতে।



আসছে আমার রাজা দেরি করে... 😡

পাগলঃ- আচ্ছা আজকের মত ক্ষমা করো আর কখনো এমন হবে না, প্রমিজ।

পাগলীঃ- আজকে কত জায়গায় গুরতে যাওয়ার প্লেন করেছিলাম। সব মাটি করে দিলে। খুলবো না দরজা...
আজকে যাও গিয়ে যেখানে খুশি।

পাগলঃ- আমি তোমার রাজা না? রাজর সাথে রাণী এত্তক্ষন রাগ করে থাকতে পারে।

পাগলীঃ- আজকে আমার একটা স্পেশাল দিন ছিলো,সেটাও কি মনে ছিলো না তোমার?
ঘরে ঢুকো, হাত-মুখ দুয়ে ফ্রেশ হয়ে আসো,খেতে দিচ্ছি।

পাগলঃ- আজকে আবার কিসের স্পেশাল দিন যত সব আজাইরা কথা।

পাগলীঃ-এখন তো আজাইরা হবে।আগের মত ভালোবাস আমাকে যে মনে রাখবে আজকে কি?

পাগলঃ-আচ্ছা তোমার চোখ দুটো দিখতো,দেখবে না কিন্তু।

পাগলীঃ-এই রাত দুপুরে চোখ বাঁধতেছ কেনো?

পাগলঃ-ছাদে যাবো।

পাগলীঃ-কেনো?

পাগলঃ-খোলা আকাশের নিছে বসে দুইজন তারা গুনবো।

পাগলীঃ-পাগল হলে নাকি,কিছু হয়েছে তোমার?

পাগলঃ-কিছু হয় নি আমার, এবার আস্তে আস্তে চোখ খুলো। Happy Birthday To You.

পাগলীঃ- এটা কি ছিলো.?

পাগলঃ-সারপ্রাইজ...! আমি আমার রাণীর জন্মদিনকে ভুলতে পারি?

পাগলীঃ- এমন করে হঠাৎ সারপ্রাইজ দেওয়ার জন্যই এত ভালোবাসি তোমাকে

পাগলঃ- তুমি হঠাৎ করে রেগে যাওয়ার জন্যই তো আমি এত ভালোবাসি তোমাকে।

পাগলীঃ- ভালোবাসি আমার পাগলটা, ভালোবাসি তোমাকে অনেক বেশি।

পাগলঃ- আমিও ভালোবাসি আমার পাগলিটাকে।


Post a Comment

0 Comments